বর্তমানে তারবিহীন ইয়ারফোনইয়ারবাড বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সহজে বহন করা যায় এবং নানান ফিচার থাকায় সবার পছন্দের তালিকায় সহজেই জায়গা করে নিয়েছে সহজেই। দামেও বেশ সস্তা হওয়ায় যে কোনো সময় কিনে নিতে পারছে যে কেউ। তবে ইয়ারবাড ব্যবহারে বেশ কিছু সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।অনেক সময় দেখা যায় এক কানের ইয়ারবাডটি বাজছে না। এই সমস্যায় প্রায়ই পড়েন অনেকে। এটি খুব গুরুতর কোনো সমস্যা না। চলুন জেনে নেওয়া যাক এমন হলে কী করবেন- >> এজন্য ইয়ারবডের চার্জ আছে কি না পরীক্ষা করুন। একবার অফ করে অন করুন। নিয়মিত ইয়ারবাড আপডেট করুন। >> যে ডিভাইসের সঙ্গে এটি যুক্ত সেটির চার্জ আছে কি না খেয়াল রাখুন। দরকার হয় আরেকবার রিসেট দিন। >> নিয়মিত ইয়ারবাড এবং এর কেসিং পরিষ্কার রাখুন। নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন। >> আইপডের সঙ্গে সংযুক্ত ডিভাইসের নেটওয়ার্ক চেক করুন। >> চার্জিং কেস সম্পূর্ণভাবে চার্জ করা হয়েছে তা নিশ্চিত করুন। >> কেবল, অ্যাডাপ্টার এবং পাওয়ার সকেট পরীক্ষা করুন। >> আশেপাশের অন্যান্য ব্লুটুথ ডিভাইসগুলো বন্ধ করুন। এমনকি টিভি, রাউটার ইত্যাদি থেকে দূরে সরে যান। এরপর ইয়ারবাডটি রিসেট করুন। >> স্টেরিও ব্যালেন্স চেক করুন। আইওএস ডিভাইসগুলোতে অ্যাক্সেসিবিলিটি বিকল্পগুলোর ভেতর একটি সেটিংস থাকে। যেটি বাম এবং ডান এয়ারপডের মধ্যে অডিওর ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এজন্য আপনার আইফোন থেকে সেটিংস > অ্যাক্সেসিবিলিটি > অডিও/ভিজ্যুয়াল > ব্যালেন্স স্লাইডারটি অন করে দিন।

Samsung QLED 4K 8K Smart Led TV Price list 2022:

Sony Bravia OLED 4K Smart Android Google OLed TV 2022