ক্রেতারা বড় ডিপের প্রতি আগ্রহী (Deep Fridge )
ক্রেতারা বড় ডিপের প্রতি আগ্রহী (Deep Fridge )
প্রতিবারের মতো আসন্ন রমজানকে সামনে রেখে চাঙ্গা হয়ে উঠেছে (Fridge) ফ্রিজের বাজার। অসহনীয় গরমের কারণে ব্যাপকহারে বিক্রি হচ্ছে ফ্রিজ। তবে ক্রেতাদের চাহিদায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা জানান, আকারে বড় ডিপ ফ্রিজের প্রতিই ঝুঁকছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারাও বলছেন একই কথা। তারা বলেন, হঠাৎ করেই ক্রেতা পছন্দের শীর্ষে চলে এসে এসেছে বড় ডিপযুক্ত ফ্রিজ।
কেননা ক্রেতারা এখন আর আলাদা করে ডিপ ফ্রিজ- Fridge কিনতে চাইছেন না। কারণ দুটি ফ্রিজ – Fridge কেনার পরিবর্তে ১টি ফ্রিজ কেনাকেই লাভজনক মনে করছেন ক্রেতারা। রাজধানীর শোরুমগুলো ঘুরে দেখা গেছে, দেশে তৈরি ওয়ালটন এবং মার্সেল ব্র্যান্ডের ফ্রিজগুলোতে ডিপ অংশ অনেক বড়, যা আমদানি করা ফ্রিজে নেই। অন্য ব্র্যান্ডগুলোর বড় ডিপের ফ্রিজ তেমন একটা না থাকায় এক্ষেত্রে ওয়ালটনকেই বেঁছে নিচ্ছে ক্রেতারা। অন্যদিকে ঈদকে সামনে রেখে কমানো হয়েছে ওয়ালটন ফ্রিজের দাম। বসুন্ধরা সিটিতে ওয়ালটন প্লাজা ম্যানেজার আকরামুজ্জামান অপু বলেন, এখন ক্রেতারা শোরুমে এসেই বড় ডিপের ফ্রিজ খোঁজেন। আগে যেটা এতোটা লক্ষ্য করা যায়নি।
বড় ডিপের ফ্রিজের (Deep Fridge) ক্ষেত্রে একচেটিয়া বাজার এখন ওয়ালটনের। ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে পণ্য সরবরাহ করছে ওয়ালটন। Walton -ওয়ালটনের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার জানান, রমজানকে সামনে রেখে ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় নেয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। মজুদ বাড়ানো হয়েছে। এছাড়া সর্বোচ্চ তিন বছরের কিস্তিতেও পাওয়া যাচ্ছে ওয়ালটন ফ্রিজ। ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, বাংলাদেশের বেশির ভাগ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে ওয়ালটন বিশেষ ডিজাইনে বড় ডিপের ফ্রিজ তৈরি করেছে।
নিম্ন আয়ের মানুষ যাতে ফ্রিজ (Deep) কিনতে পারে এজন্য যেমন ফ্রিজের দাম কমানো হয়েছে। তেমনি একটি ফ্রিজেই যেন একটি পরিবারের যাবতীয় চাহিদা পূরণ হয় সে বিষয়টি মাথায় রেখেছে। তার মতে, এক্ষেত্রে শতভাগ সফল ওয়ালটন উত্তরা প্লাজায় ফ্রিজ কিনতে এসেছিলেন ইয়াসমিন মাহামুদা। তিনি জানান, শুনেছি ওয়ালটন ফ্রিজের ডিপটা অনেক বড়।