ইলেকট্রনিকস পণ্যের জনপ্রিয় ব্র্যান্ড সনি। বিশেষ করে সনি টিভির সুনাম দেশজুড়ে। জনপ্রিয়তার সুযোগ নিয়ে পণ্যটির বিভিন্ন মডেলের নকল বিক্রি হচ্ছে বাজারে। এছাড়া স্বীকৃত নয় এমন বিভিন্ন প্রতিষ্ঠান সনি টিভি বিক্রি করলেও দিচ্ছে না কোনো বিক্রয় পরবর্তী সেবা। অনেকে কম দামের লোভ দেখিয়ে ক্রেতাদের গছিয়ে দিচ্ছেন নকল পণ্য। ফলে সনি ব্র্যান্ডের পণ্য কিনতে গিয়ে নানা উপায়ে প্রতারিত হচ্ছেন ক্রেতারা।

brandbazaarbd, brandbazaarbd air conditioner, bangla air conditioner, bangladeshi air conditioner,

টিভির বাজারে সনি টিভি'র চাহিদা সবচেয়ে বেশী সেহুতু প্রতারকরা নকল সনি টিভি বিক্রিতেই বেশী আগ্রহী। অনেক ক্ষেত্রে চীনা পণ্যের ওপর লেবেল লাগিয়ে তা সনি ব্র্যান্ডের বলে চালিয়ে দেওয়ার অভিযোগ মিলেছে। ওইসব প্রতিষ্ঠান অনেক নিন্মমানের পণ্যও সনি বলে চালিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আসল সনি টিভি চেনার সহজ কিছু উপায় রয়েছে, যার মাধ্যমে যেকেউ খুব সহজেই খুঁজে নিতে পারেন অরিজিনাল সনি টিভি।

https://www.youtube.com/watch?v=Iuwp-mgvggw&t=2s

সনি টেলিভিশনের সেন্সর এবং রিমোট সেন্সর খুব শক্তিশালী এবং সব সময় একই হয়ে থাকে, ফলে পুরাতন Sony CRT টেলিভিশন এর রিমোর্ট দিয়ে সনি টিভির সবগুলো মডেলের LED/LCD/3D/Smart/4K3D টেলিভিশন খুব সহজেই ব্যাবহার করা যায়। অর্থাৎ পুরাতন মডেলের Sony টেলিভিশন এর রিমোর্ট দিয়ে আপনি যেকোন নতুন মডেলের সনি টেলিভিশন ব্যাবহার করা যাবে। যার মাধ্যমে খুব সহকেই আসল সনি টিভি চেনা সম্ভব।

https://www.youtube.com/watch?v=o6dU3Eud9YM

https://www.youtube.com/watch?v=2-4TL4JGV7M

অনেক ক্ষেত্রে চীনা পণ্যের ওপর লেবেল লাগিয়ে তা সনি ব্র্যান্ডের বলে চালিয়ে দেওয়ার অভিযোগ মিলেছে। যদি লেবেল পরিবর্তন করে সনি টিভি'র লোগো ব্যাবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে অরিজিনাল সনি টিভির রিমোট কাজ করবে না এছাড়াও লেবেল বসান নকল সনি টিভি'র ডিজাইন কখনই অরিজিনাল সনি টিভি'র মডেলের ডিজাইনের সাথে মিল থাকবে না ফলে এক্ষেত্রে খুব সহজেই নকল সনি টিভি সনাক্ত করা সম্ভব।

Sony Bravia আসল টেলিভিশন প্যানেল/Display এর বৈশিষ্ট সিরিজভেদে আলাদা হয় । যেমন – Sony Bravia এর R ও P সিরিজ এ Pannel/Display 720p থেকে 1080p রেজুলেশন ব্যাবহার করা হয় । Sony Bravia টেলিভিশন গুলোর টেকনোলজি Clear Resolation In Hand এবং এই প্রযুক্তির মাধ্যমেই আনি পরিষ্কার এবং ঝকঝকে ছবি দেখতে পারবেন ।

Sony Bravia (w) সিরিজের টেলিভিশনগুলো Smart 3D এবং Android হয়ে থাকে । (w) সিরিজের প্যানেল গুলো গুনগত মান খুবই ভালো এবং 32” 40" 48" 50" 55" থেকে 65” পর্যন্ত সমস্ত টেলিভিশন এর প্যানেল টেকনোলজি হল X-Reality (pro) এবং (w) সিরিজের Clear Motion Rate (240-800)Hz পর্যন্ত হয় ।

উল্লেক্ষিত বিষয়গুলো যাছাই করে দেখলেই সনি টিভি-টি অরিজিনাল কিনা তা খুব সহজেই বুঝা সম্ভব। উল্লেক্ষিত পরিক্ষাগুলো যদি কোন টিভি'র ক্ষেত্রে কাজ না করে তবেই বুঝতে হবে টিভিটি মেড ইন মালায়সিয়া নয় বরং এটি চাইনিজ টিভি এতে সনি এর লেবেল/লোগো লাগানো হয়েছে। সনি টিভি সহ যেকোন টিভি সম্পর্কে আরও ধারনা পেতে আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারেন YouTube.com/BrandBazaarBD, এছাড়াও নিম্নের ভিডিও্টি দেখে নিতে পারেন।

সাধ্যের মধ্যে সাশ্রয়ী দামে কিনুন Globe Aire ব্র্যান্ডের এসি! সাথে থাকছে –
• ১২ মাসের O% EMI সুবিধা এবং
• ফ্রি ডেলিভারি
• ফ্রি ইন্সটলেশন

"]