02 Sep
Walton Primo H6 Hands on Review
দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে Walton সাশ্রয়ী মূল্যে নিত্যনতুন হ্যান্ডসেট নিয়ে আসছে। সাধ্যের নাগালে এমনই একটি হাই-এন্ড ডিভাইস হলো Walton Primo H6 হ্যান্ডসেট। ৫ ইঞ্চি ডিসপ্লে এর মেটালিক ব্যাককভারযুক্ত এই এন্ড্রয়েড সেটটি নিয়েই আজকের বিস্তারিত রিভিউ পোস্ট। প্রথমেই চলুন একনজরে ফোনটির কিছু বৈশিষ্ট্য দেখে আসি।
আনবক্সিং অবস্তায় ডিভাইসটির সাথে পাচ্ছেনঃ
বিল্ড কোয়ালিটিঃ
Walton Primo H6 ডিভাইসটির বিল্ড কোয়ালিটি এই সিরিজের আগের হ্যান্ডসেটগুলোর থেকে কিছুটা আলাদা। ব্যাকপার্টটি Primo GH4 ফোনের মত পুরো সেটটিকে কভার করছে। ব্যাকপার্টের নিচের ও উপরের বেজেলে ডটেট প্লাস্টিক ব্যবহার করা হয়।
এছাড়া এটি পুরোপুরি প্লাস্টিক নয়। এতে রয়েছে ৮৬% মেটাল কভারেজ। ডিভাইসটি ৮.৪ মিলিমিটার পুরু এবং সাইডগুলোতে CNC Cutting দেওয়া হয়েছে যা ডিভাইসটিকে দেখতে আকর্ষনীয় করে তুলেছে। রিয়ার ক্যামেরাটি বডি থেকে খানিকটা উচু; এর ফলে টেবিলে রাখার ফলে ক্যামেরাটিকে স্ক্র্যাচ পড়ে যেতে পারে।
ব্যাটারীসহ সেটটির ওজন ১৪১ গ্রাম।
সেটটির ডান সাইডে রয়েছে ভলিউম রকার ও পাওয়ার বাটন।
উপরে ডানদিকে রয়েছে ৩.৫মিমি হেডফোন জ্যাক। নিচের বাম সাইডে রয়েছে ইউএসবি পোর্ট। সেটের বাম সাইডটি খালি রাখা হয়েছে। সেটের ভলিউম রকার, হেডফোন জ্যাক ও এইউএসবি পোর্টের কাটআউটটি ব্যাকপার্টের সাথে থাকছে।
ফ্রন্ট প্যানেলে উপরে রয়েছে ফ্রন্ট ক্যামেরা ও লাইট সেন্সর।
আর নিচে রয়েছে হোম বাটন যা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে থাকে। এর ব্যাটারী নন-রিমুভেবল। এছাড়া এতে দুটি সিম কার্ডের স্লট ও একটি মাইক্রোএসডি কার্ডস্লট রয়েছে। Walton Primo H6 দুটি কালারে বাজারে পাওয়া যাচ্ছে – স্পেস গ্রে এবং গোল্ডেন কালার।
ডিসপ্লেঃ
Walton Primo H6 এ রয়েছে ৫ ইঞ্চির অন-সেল এইচডি ডিসপ্লে। যার স্ক্রীন রেজ্যুলেশন ১২৮০X৭২০ পিক্সেল এবং প্রতি ইঞ্চিতে রয়েছে ২৯৪ পিক্সেল। এটি ১৬.৭ মিলিয়ন কালার সাপোর্টেড এবং এই ডিসপ্লে রক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ যা কিনা স্ক্রাচপ্রুফ।
ডিসপ্লেটির কালার স্যাচুরেশন এবং ভিউ এঙ্গেল যথেষ্ঠ ভালো। Miravision টেকনোলজির মাধ্যমে ব্যবহারকারীরা ইচ্ছেমত ডিসপ্লে কালার, কনট্রাস্ট ও শার্পনেস সেট করতে পারবেন। ডিসপ্লেটি ৫টি ফিঙ্গার পর্যন্ত মাল্টিটাচ সাপোর্টেড।
ডিসপ্লে | ৫ ইঞ্চি অন-সেল এইচডি ডিসপ্লে; ১২৮০X৭২০ রেজ্যুলেশন; ২৯৪ পিপিআই |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ৬.০ মার্শম্যালো |
প্রসেসর | ARM Cortex A53 1.0GHz Quad Core |
র্যাম | ২ জিবি |
ইন্টারনাল স্টোরেজ/ রোম | ১৬ জিবি |
জিপিউ | মালি টি৭২০ |
মেমোরী কার্ড স্লট | আছে, সর্বোচ্চ ৬৪জিবি পর্যন্ত |
রিয়ার ক্যামেরা | BSI ১৩ মেগাপিক্সেল |
ফ্রন্ট ক্যামেরা | BSI ৫ মেগাপিক্সেল |
সিম সাপোর্ট | ডুয়েল সিম (৩জি/৪জি সাপোর্টেড) |
ব্যাটারী | ২৫০০ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারী |
সেন্সর | এক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, জিপিএস, লাইট, ওরিয়েন্টেন, হল সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর |
মূল্য | ৯,৪৯০ টাকা |
Leave a Comment