28 Jan
গরম পড়ার সাথে সাথে বাংলাদেশে এসি বা এয়ারকন্ডিশনার এর দাম অনেকখানি বেড়ে যায় | তাই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকের এসি কিনতে গেলে বেশ হিমশিম খেতে হয়। তাই কম দামের মধ্যে ভালো এসি এবং ভালো ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে এরকম এসি সাধারণত সকলেই খুঁজে।
বর্তমানে বাংলাদেশে অনেকগুলো ব্র্যান্ডের এসি থাকলেও যাদের বাজেট একটু ভালো তারা গ্রী এসি কিনে থাকে। বিভিন্ন কাস্টমারদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে গ্রী এসি অত্যন্ত ভালো মানের এবং এই এসিটি যেমন বিদ্যুৎ সাশ্রয়ী তার পাশাপাশি দীর্ঘদিন কোন প্রকার ঝামেলা ছাড়া সার্ভিস দিয়ে আসতেছে। অনেকে এখন গ্রী এসিকে জেনারেল বা জাপানিজ ব্র্যান্ডের এসির সাথে তুলনা করে থাকে, কারণ এই এসি গুলো সহজে নষ্ট হয় না। আপনার বাজেট যদি মিডিয়াম টাইপের হয় যেমন দেড় টনে AC ক্ষেত্রে আপনার বাজেট যদি ৬৫ হাজার বা ৭০ হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনি গ্রি ইনভার্টার বা নন ইনভার্টার এসি গুলো পছন্দ করতে পারবেন। গ্রী ইনভার্টার এসি যদি আপনি কিনেন তাহলে ১০ বছর কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন ও নন ইনভার্টার এসির ক্ষেত্রে ৫ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি রয়েছে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন প্রতিষ্ঠান ব্র্যান্ড বাজার থেকে যদি এসিটি আপনি কিনেন তাহলে ঢাকার মধ্যে আপনাকে ডেলিভারি ফিটিং ও 10 ফিট পাইপ পাবেন।
Gree Inverter & No-inverter AC Price in Bangladesh 2023
Gree AC Floor Standing Type Price in Bangladesh 2023
এসির সঠিক ব্যবহারে সাশ্রয় হবে বিদ্যুৎ:
বেশিরভাগ ক্ষেত্রে বাসাবাড়ির এয়ার কন্ডিশনে (এসি) অতিরিক্ত বিদ্যুৎ খরচ হওয়ায় অসুবিধায় পড়ছেন মানুষ। এর সঙ্গে দেশজুড়ে চলমান লোডশেডিংয়ের কারণে এসির ব্যবহারের ওপর তার প্রভাব পড়েছে। অথচ এসির সঠিক ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করা যায় এবং অতিরিক্ত বিদ্যুৎ খরচ কমিয়ে আনা যায়।
এসি উৎপাদন ও বিপণনের সঙ্গে সংশ্নিষ্টদের মতে, ধুলাবালি আটকে এসির ভেতরে পরিস্কার বাতাস যেতে সাহায্য করে এয়ার ফিল্টার। প্রতিদিনের ব্যবহারের ফলে ফিল্টারে ধুলাবালি জমে যায়, যা এসির ভেতর পরিষ্কার বাতাস যাওয়ার পথ বন্ধ করে দেয়। এমন অবস্থায় এসি সচল রাখতে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন হয়। নিয়মিত এয়ার ফিল্টার পরিস্কার করা হলে এসির কর্মক্ষমতা বাড়ে এবং বিদ্যুতের ব্যবহার কমে আসে। এ ছাড়া অনেক বাসায় দরজা-জানালায় ফাঁকা থাকার কারণে ঘরে এসির ঠান্ডা বাতাস আবদ্ধ থাকতে পারে না। ফলে ঘর ঠান্ডা করতে এসিকে বেশি বিদ্যুৎ খরচ করতে হয়। দরজা-জানালার এসব ফাঁকা স্থান বন্ধ করার মাধ্যমে ঠান্ডা বাতাসকে দীর্ঘক্ষণ ঘরে ধরে রাখা যায়। এভাবে বিদ্যুতের ব্যবহার কমানোর মাধ্যমে খরচ কমানো সম্ভব।
তাঁরা জানান, ইনভার্টার প্রযুক্তির এসি পুরোনো ধাঁচের এসির মতো পুরোপুরি বন্ধ হয়ে যায় না। তার বদলে এটি ফ্যান এবং কম্প্রেশারের স্পিডকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে ঘরকে আরও ভালোভাবে ঠান্ডা হতে সাহায্য করে। এ ধরনের আধুনিক প্রযুক্তির এসি বেশি কার্যকর, পরিবেশবান্ধব এবং বাসাবাড়িতে ব্যবহার করার জন্য তুলনামূলকভাবে বেশি নিরাপদ। গরম এবং আর্দ্র আবহাওয়ায় ডিজিটাল ইনভার্টারযুক্ত বিদ্যুৎ-সাশ্রয়ী এসি ব্যবহার করা সবচেয়ে ভালো।
1 Comment(s)
Techland bd is best for air conditioner if you want to buy click here.
www.techlandbd.com/home-appliance/air-conditioner
Leave a Comment