গরমে রুমকে ঠাণ্ডা রাখতে অনেকেই এসি ব্যবহার করেন। তবে এসি কেনার আগে কিছু বিষয় চিন্তা করতে হয়। এক্ষেত্রে নিচের তথ্যগুলো আপনার জন্য সহায়ক হতে পারে।
এসির ধরনঃ বাজারে প্রায় তিন ধরনের এসি পাওয়া যায় – স্প্লিট, উইন্ডো এবং পোর্টেবল। উইন্ডো এসি ঘরের দেয়ালে বড় ছিদ্র করে তার মদ্ধে বসাতে হয়। স্প্লিট এসির একটা অংশ ঘরের মধ্যে থাকে আর আরেকটা অংশ থাকে ঘরে বাইরে। আর পোর্টেবল এসি সহজেই এক রুম থেকে অন্যরুমে বহনযোগ্য।
সঠিক সাইজঃ ঘরের সাইজ অনুযায়ী সঠিক এসি কিনতে হয়। নিচে প্রদত্ত তথ্যগুলো খেয়াল করুনঃ
ঘর (বর্গফুট) এসি (টন)
১২০ -১৫০ ১ টন
১৫০ – ২০০ ১.৫ টন
২০০ – ৩০০ ২ টন
৩০০ – ৪০০ ২.৫ টন
শব্দঃ এসিতে কেমন শব্দ হয় সেটা লক্ষ্য করুন। শব্দ বেশি হলে কাজ করতে কিংবা ঘুমাতে অসুবিধা হবে। স্প্লিট এসি গুলোতে শব্দ অনেক কম হয়।
ফ্যান স্পিডঃ ফ্যান বাতাসকে রুমের চারদিকে ছড়িয়ে দেয়। কাজেই একাধিক ফ্যান স্পিড আছে এমন এসি নির্বাচন করুন।
রিভার্স সাইকেলঃ সাধারণত এসি রুমকে ঠাণ্ডা করার কাজে ব্যবহৃত হলেও রিভার্স সাইকেল এসি গরমে রুমকে ঠাণ্ডা করার পাশাপাশি শীতের দিনে রুমকে গরম করতে পারে। তবে এই এসিগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশিই হয়।
স্লিপ মোডঃ এসিতে স্লিপ মোড থাকলে কম শব্দ করে এটি রুমের তাপমাত্রাকে একটি আরামদায়ক পর্যায়ে নিয়ে আসে।
রিমোট কন্ট্রোলঃ রিমোট কন্ট্রোল থাকলে আপনি সহজেই বিছানা থেকে না নেমে এসিকে সুন্দরভাবেই নিয়ন্ত্রন করতে পারবেন।
এসির বর্তমান মুল্য তালিকা। AC Price List
Air Conditioner Price : Carrier General Gree Hitachi, Daikin, Globe Aire
Leave a Comment