31 May
Posted By
0 Comment(s)
4561 View(s)
Selected Product
,
Electronics Blog
,
Product Review
,
Brand Article
BTU কি? কেন এসি কেনার আগে BTU লক্ষ্য করা উচিত?
আমাদের দেশে এসির ব্যবহার আগে তুলনামূলক কম থাকলেও এখন দিন দিন ব্যবহার বাড়ছে। একদিনে যেমন এসির দাম কমছে, তেমনি অন্যদিকে দেশের সকলের ক্রয়ক্ষমতাও বাড়ছে। সবমিলিয়ে এসি এখন আমাদের বাসা-বাড়ি এবং অফিস-আদালতের জন্য অবশ্য প্রয়োজনীয় হয়ে দাড়িয়েছে। কিন্তু কেনার আগে কিছু বিষয়ে লক্ষ্য রেখে না কিনলে আপনার প্রয়োজন না মিটে বরং বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে।
এখনকার এসিগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন : স্প্লীট, উইন্ডো, ক্যাসেট ইত্যাদি। আকারের উপর ভিত্তি করে এসির BTU কম বেশি হয়ে থাকে। চলুন দেখে নেয়া যাক কত BTU এর এসি আপনার প্রয়োজন।
১। বিটিইউ (BTU) আউটপুট : British Thermal Unit (BTU) হচ্ছে তাপমাত্রা মাপার একক। আপনি যে ঘরে এসিটি ব্যবহার করবেন তার আকারের উপর নির্ভর করে বেশি বা কম BTU এর এসি বেছে নেয়া উচিত।
Leave a Comment