31 Jan
Posted By
0 Comment(s)
2045 View(s)
Selected Product
,
Electronics Blog
,
Product Review
,
Brand Article
Oppo A91 ওপো A91 , নতুন এই মোবাইল ফোনটি আনছে Oppo। এই ফোনটি একটি মাঝারি দামের মোবাইল ফোন।
যদিও ফোনটি চীন দেশে বিক্রি শুরু হয়ে গেছে, ভারতের বাজারে আসতে একটু সময় লাগবে। কিছুদিনের মধ্যে ভারতে লঞ্চ করবে।
মাঝারি দামের ফোন হিসেবে ওপো A91 আপনার ভালই লাগবে। ফোনটিটে আছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম এবং মিডিয়াটেক প্রসেসর।
ফোনটিতে আপনি পাবেন ৮ জিবি র্যাম ভার্সন। তবে ইন্টারনাল স্টোরেজ টা মোটামুটি, ১২৮ জিবি স্টোরেজ আছে।
Oppo A91 ওপো A91 হাইলাইট ফিচার
- ৬.৪ ইঞ্চি ডিসপ্লে
- প্রসেসর থাকবে MediaTek MTK MT6771V
- ৮ জিবি র্যাম ভার্সন
- ১২৮ জিবি স্টোরেজ
- ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা সেন্সর
- ৪০২৫ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি
- দাম ২০৯৯৯ টাকা ( আনুমানিক)
Oppo A91 ওপো A91 ফোনের ফিচার ও স্পেসিফিকেশন
ওপো A91 ফোনের ডিসপ্লে স্পেসিফিকেশন
- ৬.৪ ইঞ্ ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
- ১০৮০ * ২৪০০ পিক্সেল ডিসপ্লে
- PPI ৪০৮
- ডিসপ্লেটির গুনমান বেশ ভাল।
- গরিলা গ্লাস ৫ Corning Gorilla Glass 5 থাকবে
হার্ডওয়্যার স্পেসিফিকেশন
- ওপো A91 ফোনে MediaTek MTK MT6771V processor প্রসেসর আছে
- অক্তা কোর প্রসেসর, ২.১ Ghz processor
- GPU: ARM Mali G72 MP3 900MHz
- ৮ জিবি র্যাম ভার্সন পাওয়া যাবে।
- ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, UFS 2.1 Fast memory
Oppo A91 ওপো A91 ক্যামেরা স্পেসিফিকেশন
- পিছনে ৪ টি ক্যামেরা এবং সামনে ১ টি ক্যামেরা আছে।
- ৪৮ মেগাপিক্সেল সেন্সর + ৮ + ২ + ২ মেগাপিক্সেল ক্যামেরা
- দারুন ছবি তুলতে সক্ষম এই ক্যামেরা সেন্সর।
- f/১.৮ aparture অর্থাৎ বড় aparture থাকার জন্য পরিষ্কার ছবি উঠবে।
- থাকবে ৮ মেগাপিক্সেল wide ক্যামেরা. এই কামেরার মাধ্যমে আপনি সামনে থেকেই অনেকটা জুড়ে ছবি তুলতে পারবেন
- সামনে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা
- FHD Video recording ভিডিও রেকর্ডিং করা যাবে
ব্যাটারি ফিচার
- ব্যাটারি Battery: ৪০২৫ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি আছে Oppo A91 ফোনে
- ভোক ফাস্ট চারজিং থাকবে। খুব তাড়াতাড়ি চারজিং করা যাবে। VOOC Flash charge ৩.০
অপারেটিং সিস্টেম OS
- অ্যান্ড্রয়েড পাই Android ৯.০ থাকছে। আপডেট করা যাবে।
- ColorOS.৬.১.২ based on Android ৯.০
- আপনি অ্যান্ড্রয়েড আপডেট করতে পারবেন ওপো A91 ফোনটি
অন্যান্য ফিচার গুলি হল
- ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
- ৪ জি মোবাইল নেটওয়ার্ক সাপোর্ট থাকবে। তাই খুব দ্রুত দেটা ডাউনলোড করা যাবে।
- ওয়াইফাই ব্লুটুথ 4G LTE, WiFi, Bluetooth সুবিধা থাকবে ফোনটিতে।
- জি পি এস আছে এতে আপনার লোকেশন খুব ভালো বোঝা যাবে
- ৩.৫ এম এম জ্যাক আছে
- ভালো স্টিরিও সাউন্ড আছে
- ফোনটির ওজন ১৭২ গ্রাম
Leave a Comment