02 Sep
আগামী অক্টোবর মাসে উন্মোচন হবে (Google) গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল ও পিক্সেল এক্সএল। ঐ মাসের ৪ তারিখে এগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। এমনই খবর প্রকাশ করেছে অ্যান্ড্রয়েড পুলিশ।
পিক্সেল ফোন মূলত (Google) গুগলের স্মার্টফোন সিরিজ নেক্সাসের পরবর্তী সংস্করণ। এখন থেকে আর নেক্সাস নামটি ব্যবহার করবে না গুগল। এইচটিসির তৈরি করা সেইলফিশ ফোনটি পিক্সেল ও ৫ দশমিক ৫ ইঞ্চির মার্লিন ফোনটি পিক্সেল এক্সএল নামে বাজারে আসবে।
তবে নতুন নাম নিয়ে কতোটা জনপ্রিয়তা পাবে নতুন এসব স্মার্টফোন তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।
একই অনুষ্ঠানে ফোরকে প্রযুক্তির ক্রোমকাস্ট ও ডেড্রিম ভিআর হেডসেট উন্মোচন করা হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। নতুন ক্রোমকাস্টের পরবর্তী সংস্করণে নাম হতে পারে ক্রোমকাস্ট প্লাস কিংবা ক্রোমকাস্ট আল্ট্রা।
একইসাথে ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানিটি অ্যামাজন ইকোর প্রতিযোগি গুগল (Google) হোম সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানা গেছে। যদিও গুগলের পক্ষ থেকে স্থান বা সময় সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি।
Leave a Comment