আইপিএস এর দাম ২০২৩ ( IPS Price In Bangladesh ) | STAR IPS 2023
আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন । আশা করি সবাই ভাল আছেন । আজকে আলোচনা হবে আইপিএস এর দাম নিয়ে । লোডশেডিং বর্তমানে আমাদের দেশে একটি জাতীয় সমস্যার মধ্যে পড়েছে। আমাদের দেশে কত মাস লোডশেডিং থাকবে তার সঠিক সিন্ধান্ত এখন ও পাওয়া যায় নি। লোডশেডিং এর যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেকেই আইপিএস কিনছে। আইপিএস প্রধানত চার্জারের মাধ্যমে ডিসি আকারে এসি পাওয়ার থেকে ব্যাটারি পর্যন্ত শক্তি সঞ্চয় করে এবং যে কোনও কারণে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংয়ের ক্ষেত্রে এসি আকারে বিদ্যুৎ সরবরাহ করে। প্রচণ্ড গরমে কারেন্ট চলে যায় আর আপনার বাসায় যদি আইপিএস থাকে তাহলে আপনি ফ্যান, টিভি,লাইট,কম্পিউটার এমনকি এসি ব্যবহার করতে পারবেন। আজকে আমরা আলোচনা করব আইপিএস দাম নিয়ে। তার থাকছে তাদের বিবরণ।
STAR IPS Price list 2023 Model
আইপিএস কি এবং কেন আইপিএস প্রয়োজন
আইপিএস হল বিদ্যুৎ এর ব্যাকআপ পাওয়ার । আইপিএস এর অর্থ হল ইন্সট্যান্ট পাওয়ার সাপ্লাই । অর্থাৎ আইপিএস এমন একটি সিস্টেম যেখানে ডিসি বিদ্যুৎ সংরক্ষিত অবস্থায় থাকে । যখন লোডশেডিং হয় সাথে সাথে ফ্যান এবং লাইট চলতে শুরু করে আইপিএস এর মাধ্যমে । সাধারণত বাসা বাড়ীতে ফ্যান এবং লাইট চালানোর জন্য আইপিএস ব্যবহার করা হয় । এছাড়াও অফিস আদালতে অতি গরমে লোডশেডিং থেকে রক্ষা পেতে আইপিএস লাগানো হয়ে থাকে ।
1 Comment(s)
But the grandeur of speedstars is not solely about being at the summit; it is about the sensation of transcending oneself, one at a time.
Leave a Comment