এসির নতুন ব্যবহারকারী? তাহলে জেনে নিন…

এসির নতুন ব্যবহারকারী? তাহলে জেনে নিন…

ইট-সুরকির এই নগরীতে স্বস্তি ও শীতলতার পরশ খুঁজতে হয় এখন এসিতে। বাসাবাড়ি কিংবা কর্মক্ষেত্রে বাড়ছে এসির ব্যবহার। গরমের দাপটে মানুষ বাধ্য হচ্ছে ঘর শীতলীকরণ এই যন্ত্রটি নিয়ে আসতে। এসি কেনার পর দক্ষ কাউকে দিয়ে ঘরে এই যন্ত্রটি স্থাপন করা হলো, কিন্তু নিত্যব্যবহারে পরিবারের অনেক সদস্যই অভ্যস্ত হতে একটু সময় নেন।

ঘরে নতুন এসি এলে কীভাবে প্রতিদিন তা ব্যবহার করতে হয়—এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ইলেকট্রোমার্টের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জুলহাক হোসাইন। তিনি জানান, এসি চালানোর ক্ষেত্রে এর নানা ধরনের মোড আছে। নতুন এসি কেনার পর সেগুলো একটু বুঝে নিলেই এসি চালাতে তেমন একটা বেগ পেতে হয় না।

ডিফল্ট মোড : সাধারণত ঘরবাড়ি এবং কর্মক্ষেত্রের এসিতে আমরা সবাই কুল মোড ব্যবহার করে থাকি। কুল মোডকে বলা হয় এসির ডিফল্ট মোড। এই মোডের আদর্শ তাপমাত্রা হলো ২৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় চালালে এসির কমপ্রেসরে চাপ কম পড়ে, অনেক দিন পর্যন্ত ঝামেলাহীনভাবে যন্ত্রটি ব্যবহার করা যায়। বিদ্যুৎও সাশ্রয় হয়।

কুইক কুল মোড: ঘরের তাপমাত্রা যদি ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি হয়, তখন দ্রুত ঘর ঠান্ডা করার জন্য কুইক কুল মোড ব্যবহার করা হয়ে থাকে। কুইক কুল মোডে ১৬-১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চলে এবং কিছুক্ষণের মধ্যে ঘরের তাপমাত্রাকে কমিয়ে আনতে সাহায্য করে। এতে বিদ্যুতের ব্যবহার হয় সবচেয়ে বেশি।

ফ্যান মোড: এই মোডে এসির ভেতরের ফ্যান অনবরত ঘুরে বাতাস তৈরি করে। এতে এসির কমপ্রেসর বন্ধ থাকে। কমপ্রেসর বন্ধ থাকার কারণে এই মোডে এসি চালালে ঠান্ডা বাতাস বের হয় না। ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় সবচেয়ে বেশি।

ড্রাই মোড: বছরের কিছু সময় আর্দ্রতা বেশি থাকার কারণে তাপমাত্রা কম থাকে কিন্তু ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে যায় মানুষ। এই আর্দ্রতার কারণে এসি চালিয়েও স্বস্তি পাওয়া যায় না। ড্রাই মোড বাতাসের অতিরিক্ত আর্দ্রতা দূর করে কিছুটা স্বস্তি এনে দেয়। এই মোডে বাতাস থেকে অতিরিক্ত আর্দ্রতা দূর করার জন্য এসির ফ্যানের গতিবেগ কম থাকে এবং কমপ্রেসর কিছু সময়ের জন্য চালু থাকে। এতে আপনার ঘর একেবারে ঠান্ডা হয়ে যায় না, আবার গরমও থাকে না। ফ্যান মোডের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আরেকটি ভালো উপায় হচ্ছে ড্রাই মোড।

স্লিপ মোড: রাতে এসি চালিয়ে ঘুমালে একটা সময় রুম এবং রুমে থাকা সদস্যদের শরীর বেশ ঠান্ডা হয়ে যায়। এই সময়ে ব্যবহার করতে হবে স্লিপ মোড। স্লিপ মোডে এসি চললে প্রতি ঘণ্টায় এসির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ে। এতে করে ঘুমানোর সময় অনেক বেশি ঠান্ডাও লাগে না, আবার শীতল পরশে ঘুমও হয় ভালো। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য স্লিপ মোড বেশ কার্যকর।

আরও যা মনে রাখা জরুরি

  • এসি চালু করার সময় অবশ্যই লক্ষ রাখতে হবে ঘরের কোনো জায়গা দিয়ে যেন বাতাস বাইরে যেতে না পারে। এসি চালু অবস্থায় বারবার দরজা খোলা থেকে বিরত থাকতে হবে।
  • এসি সব সময় ২৫ থেকে ২৬ ডিগ্রি তাপমাত্রায় রাখা ভালো।
  • সপ্তাহে অন্তত একবার এসির ইনডোরের ঢাকনা খুলে ভেতর থেকে ফিল্টারটি বের করে পরিষ্কার করে নিলে পর্যাপ্ত ঠান্ডা পাওয়া যাবে।
  • ঘরে যদি ছোট শিশু অথবা বৃদ্ধ মানুষ থাকে কিংবা কম মানুষ থাকে, সে ক্ষেত্রে এসির আইফিল অপশন চালু করে রাখলে প্রয়োজনমতো ঠান্ডা সরবরাহ করবে।
  • নতুন কেনা এসি ব্যবহারে প্রথম থেকেই মাথায় রাখতে হবে, বছরে অন্তত দুবার এসি সার্ভিসিং করালে এটি যেমন ভালো থাকবে তেমনি দীর্ঘ মেয়াদে ব্যবহার করা যাবে।

Haier AC Price in Bangladesh || Haier Inverter AC Price in Bangladesh || Haier AC Showroom Dhanmondi || Haier Bangladesh || Haier AC Price List 2023 

 

Brand Bazaar

Happy Arcade Shopping Mall
Shop No # 29-30, 1st Floor, House No # 3, Road No # 3/A, Dhanmondi, (Back Side of City College), , Dhaka-1205
Mobile: 01618028590 / 01619550030

Visit Our YouTube Channel – Click Here & Subscribe

 

 

যে কারণে হায়ার এসি না কিনে আপনি থাকতে পারবেন না?

ট্রিপল ইনভার্টার প্লাস প্রযুক্তি দেওয়া রয়েছে যার ফলে আপনার এসিডি খুবই অল্প বিদ্যুতে চলবে এবং সর্বোচ্চ ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী করবে এবং দ্রুত রুম ঠান্ডা করে ফেলবে।
সুপার কুলিং সিস্টেম দেওয়া রয়েছে যার ফলে সর্বোচ্চ 60 ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা থাকলেও সেই রুমটিকে দ্রুত ঠান্ডা করার ক্ষমতা রয়েছে এই হায়ার ইনভার্টার টাইপ এয়ার কন্ডিশনার টির।
হায়ারের এসিগুলো  (R32 Gas) আর ৩২ গ্যাস দিয়ে তৈরি করার ফলে এসি গুলো ইকো ফ্রেন্ডলি হবে এবং এটি 100% পরিবেশ বান্ধব। আধুনিক টেকনোলজির যুগে যতগুলো টেকনোলজি দিয়ে এসি তৈরি করা হয় এবং যেগুলো প্রয়োজনীয় ফিচারস তার সবকিছুই কিন্তু আপনি এই হায়ার ইনভার্টার এসির মধ্যে রয়েছে। আর ৩২ গ্যাস (R32 Gas) খুবই স্বাস্থ্যসম্মত এবং এবং এই গ্যাস ব্যবহারের ফলে কোন ঝুঁকের সম্মুখীন হবেন না । যেমন অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকি এসি কম্প্রেসার বাস্ট হয় । আর এই গ্যাস ব্যবহারের ফলে এসি বাস্ট হওয়ার সম্ভাবনা একদমই কম।
হায়ার ইনভার্টার এসির ক্ষেত্রে ভোল্টেজ স্ট্যাবিলাইজার সিস্টেম খুব গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের ইলেকট্রিসিটির অবস্থা চিন্তা করে । কারণ এই এসি গুলো লো ভোল্টেছে চলবে । ১৪০ সর্বনিম্ন ভোল্টেজ থাকলেও হায়ার ইনভার্টার এসি দ্রুত আপনার রুমটিকে ঠান্ডা করে ফেলবে। গ্রামের দিকে আমরা দেখি যেখানে পল্লী বিদ্যুৎ রয়েছে সেখানে ভোল্টেজের পরিমাণ খুবই কম থাকে | তাই আমরা অনুরোধ করব যে ঢাকার বাইরে যেখানেই আপনি এসি ব্যবহার করতে চান অবশ্যই হায়ারের ইনভার্টার এসিটি ব্যবহার করলে আপনি নিশ্চিন্তে এসির কুলিং পাবেন এবং এসির পারফরম্যান্স খুব ভালো হবে।

You've just added this product to the cart: